Ergebnisse Stadion und Sportanlage Paris

LE STADE ROLAND-GARROS

Stadion
4.3/5
31 meinung

Hingehen und Kontakt aufnehmen

Carte de l'emplacement de l'établissement
2, avenue Gordon-Benett (16e), M° Porte-de-Saint-Cloud.
Auf der Karte anzeigen
01.47.43.48.48
Ich bin der Besitzer
Klicken Sie hier
2024
Empfohlen
2024

Das berühmte Roland-Garros-Stadion, das nach dem Flieger benannt ist, beherbergt auch ein kleines Museum, das Tenniseum.

Organisieren Sie Ihre Reise mit unseren Partnern Paris
Transporte
Unterkünfte & Aufenthalte
Dienstleistungen / Vor Ort

Buchen Sie die besten Aktivitäten mit Get Your Guide

Meinungen der Mitglieder zu LE STADE ROLAND-GARROS

4.3/5
31 meinung
Eine Antwort senden
Preis-Leistungs-Verhältnis
Dienst
Sie haben bereits eine Bewertung für diese Einrichtung abgegeben, die vom Petit Futé-Team bestätigt wurde. Sie haben bereits eine Bewertung für diese Einrichtung abgegeben, die noch auf ihre Freigabe wartet. Sie erhalten eine E-Mail, sobald die Bewertung freigegeben wurde.
Besucht in april 2024
স্টেডিয়ামের ভিতর একটু খুঁজলেই পেয়ে যাবেন Roland Garros এর স্টোর। সেখান থেকে বিভিন্ন জিনিস souvenir হিসেবে নিতে পারেন। আবার online এও কিনে নিতে পারেন কারণ স্টোরে অনেক জিনিসই sold-out হয়ে যায়। আবার অনেকসময় স্টোরে
বেশ লম্বা লাইনও দিতে হতে পারে।

আর একটা কথা, টিকিট কাটার সময় জন্ম তারিখটা সঠিক দেবেন কারণ ঢোকার সময় একটা #idproof দেখাতে হতে পারে। তাছাড়া বাড়ি থেকে খাবার নিয়ে যেতে পারেন। আমিও নিয়ে গেছিলাম। ভিতরে দাম খানিকটা বেশিই।
আমি গেছিলাম #womens ফাইন্যাল দেখতে। যদিও ওইদিনের সব খেলা দেখার অনুমতি ছিল আমার। একই দিনে #mens ডাবলস মাচটাও পুরোটা দেখার সুযোগ হয়েছিল যেহেতু মহিলাদের ফাইন্যাল ম্যাচটা আগেই শেষ হয়ে গেছিল। মাঝে অন্য খেলাগুলোও অল্পসল্প দেখেছি।
আমার এক বন্ধুর বাড়িতে ছিলাম যেটা Effiel tower এর কাছাকাছি। সেখান থেকে স্টেডিয়ামে হেঁটে আসতে লেগে গেল প্রায় ৪০ মিনিট । ইউরোপে থাকতে থাকতে হাঁটার অভ্যাস প্রায় সবারই হয়ে যায়। যাদের হেঁটে বেড়াতে ইচ্ছে হয়না, তাঁরা চেষ্টা করতে পারেন বেশ ভালো লাগবে।
সকাল সকাল স্টেডিয়ামে পৌছে যাওয়াই ভালো, তাহলে ভিতরটা ঘুরেফিরে দেখা যায় সঙ্গে অনেক খেলোয়াড়কে খুব কাছ থেকে দেখার সুযোগ হতে পারে আর #selfie তোলারও। এছাড়া হয়তো দেখতে পাবেন বিখ্যাত খেলোয়াড়ের প্র্যাকটিস সেশন। মনে রাখবেন এই সময়টা চড়া রোদ আর বেশ গরম থাকে তাই অবশ্যই সানগ্লাস আর টুপি নিয়ে আসতে ভুলবেন না।
স্টেডিয়ামের ভিতরে বিভিন্ন স্থানে অনেক জায়গা আছে আড্ডা মারার বা বসে বাড়ি থেকে আনা খাবার উপভোগ করার। খাবার জল আর টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে স্টেডিয়ামে জুড়েই। আশ্চর্যভাবে এত লোক হাওয়া সত্ত্বেও সবকিছুই ভীষন পরিষ্কার। হয়তো মানুষ অনেক সচেতন।

স্টেডিয়ামের ভিতর বিভিন্ন কোর্টে খেলাগুলো চলে। এক একটা কোর্ট যেন এক একটা বিশাল স্টেডিয়াম। চারিদিকে যেন মডার্ন #architecture এর প্রদর্শনী। প্রায় সব কোর্টেই লোকের ভিড়। প্রত্যেক হিটেই আবেগ মাখানো করতালি, উল্লাস আর #frenchkiss এ মগ্ন স্টেডিয়াম চত্বর। সে এক অভূতপূর্ব অভিজ্ঞতা। ওই গরমে খেলোয়াড়দের মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করার মানসিকতা জীবনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার সাহস যোগায়। Gallery থেকে তাঁদের প্রতি ভালোবাসার শব্দ সংঘবদ্ধ করে বিশ্বের নানান প্রান্ত থেকে আসা মানুষকে। চরম উত্তেজনা থেকে চরম উদারতা কোর্টগুলোকে জীবন্ত করে রাখে। হয়তো এই অনুভূতিগুলো খেলোয়াড়দের বার বার ফিরে আসতে উৎসাহ যোগায়। একবার আপনারাও সাক্ষী থাকুন এই দুর্ধর্ষ লড়াইয়ের।
Besucht in april 2024
Génial avec un guide Brésilien au top .
Besucht in april 2024
Plus moderne et joli qu'avant, plus aéré, plus cher aussi ???? mais tellement chanceux d'avoir un grand chelem à côté de chez soi ! Vivement fin mai !
Besucht in april 2024
Pense à réserver la visite ????
Besucht in april 2024
من أجمل الملاعب الترابية في العالم
00201211112668
Eine Antwort senden